ঢাকা (রাত ৯:৪৯) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখায় ১৫ সদস্যের মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিম গঠন

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock শনিবার সন্ধ্যা ০৬:৫৭, ৩১ জুলাই, ২০২১

করোনাভাইরাস মহামারীর সবচেয়ে মন খারাপ করা দৃশ্যটি হল মৃত ব্যক্তির দাফন-কাফনের বিষয়টি। কোভিড-১৯ আক্রান্ত হয়ে বা এর লক্ষণ নিয়ে যারা মারা যাচ্ছেন, তাদের শেষ বিদায় জানাতেও যেতে পারছেন না প্রিয়জনরা।

আক্রান্ত ব্যক্তির মরদেহ ফেলে রেখে যাওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটেছে দেশে। এমন প্রেক্ষাপটে মানবতার সেবায় এগিয়ে এসেছে, মৌলভীবাজারের বড়লেখায়”মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিম”

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা, করোনায় আক্রান্তদের সেবা-সুশ্রষা, মৃত রোগীদের গোসল, জানাজা ও দাফন-কাফন সম্পন্নের লক্ষে ১৫ জন আলিম-উলামার সমন্বয়ে গঠিত হয়েছে । শুক্রবার রাতে দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাওছার আহমদকে প্রধান করে এ টিম গঠিত হয়েছে।

মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিমের সদস্যবৃন্দ হলেন- মাও. আনোয়ার হুসাইন, মোহাম্মদ আলী, শামছুল হক, নাসির উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, খলিল উল্লাহ, ফয়ছল আহমদ, আবুল হাসান, হাফেজ জালাল উদ্দিন, সাবিত আলী, রায়হান আহমদ, মামুনুর রশিদ, সালাহ উদ্দিন সাহেল ও শায়খুল ইসলাম।

মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিমের প্রধান (টিম লিডার) অধ্যক্ষ মাওলানা কাওছার আহমদ জানান, করোনা পরিস্থিতি বর্তমানে ভয়ানক রূপ ধারণ করেছে। এমতাবস্থায় সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকারের একার পক্ষে করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়। তাই আমরা কয়েকজন আলিম-উলামা মিলে করোনা সংক্রান্ত সবধরণের সাহায্য সহযোগিতা করার অঙ্গীকার নিয়ে কোভিড কো-অপারেশন টিম গঠন করেছি। শনিবার সকাল থেকেই আমরা কার্যক্রম শুরু করেছি। দিক নির্দেশনা নিতে ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আমরা মতবিনিময় করেছি।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT