বড়লেখায় মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা অর্থ আদায়
মোঃইবাদুর রহমান জাকির,সিলেট বৃহস্পতিবার দুপুর ০৩:২৭, ৩ সেপ্টেম্বর, ২০২০
মাস্কের ব্যবহার নিশ্চিতকরণের জন্য মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ও কাঠালতলী বাজারে মাস্ক বিহীন চলাফেরায় উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান (৪ সেপ্টেম্বর) এক মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় মাস্ক না পরার কারণে ১১টি মামলায় ৫,৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন হচ্ছে কিনা তা মনিটরিং করা হয় এবং জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সর্দার এর নেতৃত্বে বড়লেখা থানা পুলিশ মোবাইল কোর্টকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।