ঢাকা (দুপুর ১:৩১) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার

বিশ্বনাথে এম পি মোকাব্বির খানের গাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার সন্ধ্যা ০৭:৪২, ২২ আগস্ট, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগরের) আসনের এম পি মোকাব্বির খানের গাড়িতে গত ১০ আগস্ট উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় যোগদানের পথিমধ্যে হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়। শনিবার (২২আগষ্ট)উপজেলা সদরের বাসিয়া ব্রিজে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সভায় বক্তারা বলেন, করোনাকালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করে নিজেই করোনায় আক্রান্ত হয়ে ছিলেন। এমন মানুষের উপর হামলা দুঃখজনক ও চরম নিন্দনীয়। তাছাড়া সেদিন ইউএনও’র আমন্ত্রনে ও পুলিশ প্রটৌকলে আইন-শৃংখলা কমিটির সভায় যোগদান করে ছিলেন এমপি মোকাব্বির খান। তবে সেদিন ইউএনও-পুলিশ এমপির নিরাপত্তা দিতে সেদিন সম্পূর্ণরুপে নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দ্রুত হামলার সাথে জড়িত সন্ত্রাসী ও পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টন্তা শাস্তি প্রদানের জন্য প্রশাসনসহ সরকারের সুদৃষ্টি কামনা করছি। জেলা গণফোরামের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠক হোসাইন আহমদ রাজনের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন সাহেদ আহমেদ সিপু, মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- মহানগর গণফোরামের আহবায়ক অ্যাডভোকেট এমদাদুল হক, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, জেলা গণফোরামের যুগ্ম আহবায়ক ডা. শাহ আজাদ আলী, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, বৈরাগী বাজার রেডরোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোশারফ আলী, গনফোরাম নেতা তোফায়েল আহমদ। মানববন্ধন কর্মসূচিতে উপস্হিত ছিলেন লামাকাজী ইউনিয়ন পরিষদের মেম্বার চমক আলী, আবুল কালাম, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার সায়েকুর রহমান, বিশ্বনাথ পুরাণ বাজারের ব্যবসায়ী বিলকিছ মিয়া, সংগঠক আরব আলী, নেপুর মিয়া প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT