ঢাকা (রাত ১:২১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বিজয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় মিছিল

CHAPAI BNP PIC

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বুধবার রাত ১০:৪৮, ১৮ ডিসেম্বর, ২০২৪

১৯৭১ সালের পর ২৪ সালের হওয়া আন্দোলনের বিজয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান দিবস উপলক্ষে বিজয় মিছিল করেছে বিএনপি। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ মডেল হাই স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয়েছে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনাকষা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. বেলাল ই বাকি ইদ্রিশী।

এ সময় তিনি বলেন, যে আশা-প্রত্যাশা নিয়ে বাংলাদেশ বিজয় হয়েছিল সেই কাংক্ষিত বিজয় গত ১৪ বছরে ফ্যাসিস্ট সরকার পদদলিত করে মানুষের মুখকে বন্ধ কওে রেখেছিল। বাক স্বাধীনতাকে হরণ করে দুঃশাসন ও অপশাসনের রাজত্ব কায়েম করেছিল ফ্যাসিস্ট সরকার। আজকে বিজয় হলেও আমাদের প্রকৃত বিজয় এখনো হয়নি। ‘আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দিব’ শ্লোগাণ এখনো বাস্তবায়ন হয়নি। আর তাই একটি সুন্দর নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠা হবে ঠিক তখনই আমাদের প্রকৃত বিজয় আসবে।

বেলাল ই বাকি ইদ্রিশী আরও বলেন, ফ্যাসিস্ট-স্বৈরাচারকে দেশে কোন ঠাঁয় দেয়া হবে না। সকল অন্যায় জুলুমের বিচার করতে হবে আগে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের দেয়া ৩১ দফার আলোকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করা হবে। আর তাই ৭১ ও ২৪ এর বিজয়ের এই ধারাকে অব্যাহত রাখতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিজয় মিছিল ও সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT