ঢাকা (রাত ৩:৪৮) শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

বাড়ি ফেরা হলোনা মাছ ব্যবসায়ীদের;ট্রেনে কাটা পড়ে ৩ মাছ ব্যবসায়ীর মৃত্যু

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার সন্ধ্যা ০৬:৪১, ২৪ জানুয়ারী, ২০২২

বাড়ি ফেরা হলোনা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলানগর হাজীর মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে তিন মাছ ব্যবসায়ীর। সোমবার সকালে এই দূর্ঘটনা ঘটে। মৃত তিন মাছ ব্যবসায়ী আলীনগর ভুতপুকুর এলাকার বাসিন্দা। বিষয়টি স্থানীয়দের তথ্যমতে নিশ্চিত করেছেন ওসি মোজাফফর।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভুত পুকুর গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে মো. মেহের আলী (৫০), একই গ্রামের মৃত গরিবুল্লাহর ছেলে মো. ফুলচাঁন আলী (৫৫) এবং সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকার আমানুল্লাহর ছেলে মো. নাইমুল ইসলাম (৫০)।

স্থানীয় বাসিন্দা ও প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে রাজশাহীর উদ্দ্যেশ্যে ছেড়ে যায় রাজশাহী মেইল কমিউটার ট্রেন। স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরেই আলীনগর হাজীর মোড়। এখানে রাস্তা পার হতে যাওয়া ভুটভুটির সাথে সংঘর্ষ হয় ট্রেনের। এ সময় ট্রেনে কাটা পড়ে ভুটভুটিতে থাকা তিনজনই ঘটনাস্থলেই মারা যান। শুনেছি তারা মাছ ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান জানান, সেখানে কোন রেলক্রসিং না থাকায় বিনা বাধায় পার হয় গাড়ি। রাজশাহী মেইল ট্রেন হাজীর মোড় পার হবার সময়ে ভুটভুটির অতিরিক্ত শব্দে তারা ট্রেন আসার বিষয়টি জানতে পারেননি। ফলে একই সময়ে ট্রেন ও ভুটভুটি লাইনের উপর চলে আসায় এই সংঘর্ষ হয়।

আলীনগরের শিশির আহমেদ জানান, ভুটভুটিকে লাইনে অনেক দূর পর্যন্ত ঠেলে নিয়ে গিয়ে যাবার পর তারা কাটা পড়ে। তিনজনেরই দেহ ট্রেনে কাটা পড়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। তারা সবাই মাছ বিক্রি করে বাসায় ফিরছিল।

এদিকে ঘটনার পরপরই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন। প্রাথমিকভাবে মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে জিআরপি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। পরে মরদেহ হস্তান্তরসহ অন্যান্য বিষয় জিআরপি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত হয়ে সিধান্ত নিবেন।

এদিকে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদাণ করেছেন জেলা প্রশাসন। সোমবার ঘটনাস্থল পরিদর্শণে গিয়ে জেলা প্রশাসনের পক্ষে নিহতদের পরিবারের কাছে এই আর্থিক সহায়তা হস্তান্তর করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।

এ সময় সাংবাদিকদের  তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর আলীনগর হাজির মোড়ে যে রেল দূর্ঘটনাটি ঘটেছে এটি একটি অরক্ষিত স্থান। এখানে কোনো রেলগেট নেই। আমি বিষয়টি বিভাগীয় কমিশনারকে জানিয়েছি।

খুব দ্রুত সময়ের মধ্যে এখানে একটি রেলগেট নির্মাণ করা হবে বলে আশ্বাস প্রদাণ করেন তিনি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT