ঢাকা (সন্ধ্যা ৭:০২) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পৌরসভা ও ফায়ার সার্ভিসের উদ্যোগে মৌলভীবাজার শহরে জীবানুনাশক ছিটানো

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১০:৫১, ২৬ মার্চ, ২০২০

মোঃ জাকির হোসেন,জেলা প্রতিনিধি,মৌলভীবাজারঃ    মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় শহরের বিভিন্ন স্থানে জীবানুনাশক ছিটানো হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার সন্মুখ থেকে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে বিভিন্ন রাস্তায় জীবানুনাশক ছিটানোর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ফারুক আহমদ।

পৌর মেয়র ফজলুর রহমান, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক হারুন পাশা এসময় উপস্থিত ছিলেন। ফায়ার স্টেশন ম্যানেজার জালাল আহমদের তত্ত্বাবধানে জীবানুনাশক ছিটানো অব্যাহত থাকবে।পৌর মেয়র ফজলুর রহমান জানান,ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে জীবানুনাশক ছিটানো অব্যাহত থাকবে। এদিকে, সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ জানিয়েছেন, জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৮৯ জন। হোম কোয়ারেন্টাইন থেকে বাহিরে বের হয়েছেন ২১৫ জন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT