ঢাকা (সন্ধ্যা ৬:৩৬) বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পৌরবাসীর পাশে থাকাই আমার লক্ষ্য : আবু মুসা

Mohammad Abu Musa
মোহাম্মদ আবু মুসা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock মঙ্গলবার সকাল ১১:১৪, ১২ নভেম্বর, ২০২৪

দাউদকান্দি পৌরবাসীর পাশে দাঁড়িয়ে রাজনীতি ও জনসেবা করার কথা বলেছেন— পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমেরিকা প্রবাসী ও ইনক এর সভাপতি মোহাম্মদ আবু মুসা।

 

তিনি বলেন, আমি ২০২০ সালে পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলাম। ঐ নির্বাচনে আমি মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা আমাকে ঋণী করেছে। মানুষের কল্যাণে ও ন্যায্য দাবি আদায়ের জন্য আমার বাকী জীবন উৎসর্গ করব।

 

মানুষের ভালোবাসায় আমি অভিভূত, যারা আমাকে গত নির্বাচনে পাশে থেকে সমর্থন, শক্তি ও মনোবল দিয়েছেন তাদের কাছে আমি ঋণগ্রস্ত।

 

আগামীর দিনগুলোতে আমি দাউদকান্দি পৌরসভার সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। সোমবার(১১নভেম্বর) আমেরিকার নিউইয়র্ক থেকে এই প্রতিবেদকের সঙ্গে কথা হলে তিনি এসব কথা বলেন।

 

এছাড়াও তিনি আগামী নির্বাচনে এই পৌরসভা থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান। সেই সঙ্গে তাকে নিয়ে কেউ যেন পৌরসভার কোথাও কোনো প্রকার ভুলভাল তথ্য ও বিভ্রান্ত না ছড়ায় সেজন্য সকলের কাছে অনুরোধ করেন।

 

অন্যায় ও অপশক্তির কাছে আপোষহীন এ নেতা আরও বলেন, আমি আমার নেতা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার ও তারুণ্যের প্রতীক কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ভাইয়ের দিকনির্দেশনা মেনে আগামীর রাজনীতিতে পূর্বের ন্যায় সক্রিয়ভাবে কাজ করতে চাই। ওনাদের এই দুর্গকে অধিকতর শক্তিশালী করার জন্য মাঠে কাজ করবো। সেই সঙ্গে পৌরসভা বিএনপিসহ এর সহযোগী অঙ্গ সংগঠনের সঙ্গে সমন্বয় করে মতপার্থক্যের উর্ধ্বে থেকে বিএনপির জন্য মাঠে কাজ করবো— ইনশাল্লাহ। ”

 

এদিকে তার কর্মীসমর্থকদের সঙ্গে কথা হলে জানান, ” এবার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে যে-সব সম্ভাব্য মেয়রপ্রার্থীদের নামের গুঞ্জন শোনা যাচ্ছে এদের মধ্যে মোহাম্মদ আবু মুসা একজন হেভিওয়েট প্রার্থী। এবার আমরা তার জন্য একট্রা হয়ে মাঠে নামব— ইনশাল্লাহ।”




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT