পাল্লা দিয়ে বাড়ছে হজ্বে গিয়ে সেলফি তোলা
![](https://meghnanews.com.bd/wp-content/uploads/2019/08/Hajj_Selfies-pic.jpg)
মেঘনা নিউজ ডেস্ক
শনিবার রাত ০৮:৩৩, ৩ আগস্ট, ২০১৯
মোঃ কামরুজ্জামানঃ আল্লাহর মনোনীত ইসলামের পাঁচটি রুকনের মধ্যে একটি। সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদাত। কিন্তু সম্প্রতি কয়েক বছর যাবত লক্ষ্য করা যাচ্ছে যে, হজ্ব পালনের সময় বিভিন্ন আনুষ্ঠানিকতায় অনেকেই সেলফি তোলায় ব্যস্ত থাকেন যদিও বিষয়টি নিয়ে গত বছর সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশের গণমাধ্যমগুলোতে আলোচনা করা হয়েছে। হাজীগণ সেখানে প্রতিটি ধাপে হজ্বের কার্যাবলী সম্পন্ন করার সময় ও কোন বিখ্যাত ব্যক্তিকে পেলে তাদের সাথে সেলফি তোলায় মেতে ওঠেন এমনকি কাবা ঘরের সামনে সেলফি তোলা থেকে বাদ যায় না। এ ব্যাপারে মসজিদুল হারামের দারুল ইফতার সদস্য ও ইসলামী আইন শাস্ত্রের অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, হিজরত অবস্থায় যদি কেউ ছবি তুলে প্রকাশ করে তবে হবে রিয়া (লোক দেখানো ইবাদত) আর রিয়া শিরক এর সমতুল্য। তিনি আরো বলেন যারা হজ্ব পালন করতে এসে এ সকল কাজে মগ্ন থাকেন তারা নিজেদের হজ্ব পালনে মনোনিবেশ করতে পারেন না, তাতে বিঘ্ন ঘটে।