ঢাকা (সকাল ৬:৫২) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


পপিকে সভাপতি ও সোমনাথকে সম্পাদক করে গৌরীপুর আ’লীগের কমিটি ঘোষণা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ০১:৪০, ১৫ সেপ্টেম্বর, ২০২২

দীর্ঘ ১৯ বছর পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন শেষে নিলুফার আনজুম পপিকে সভাপতি ও সোমনাথ সাহাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছে। বুধবার রাতে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এই কমিটি অনুমোদন করেন।

এর আগে ওইদিন বিকালে রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন; জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম খোকা।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলামের সঞ্চালনায়; প্রধান অতিথির বক্তব্য রাখেন-আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথির বক্তব্য দেন-আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, সদস্য মি. রেমন্ড আরেং এমপি, ময়মনসিংহ জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অণু, কৃষি বিষয়ক সম্পাদক ড. এ.কে.এম আব্দুর রফিক, সদস্য নাজনীন আলম, সদস্য নীলুফার আঞ্জুম পপি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজতি চন্দ্র দাস প্রমুখ।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে; বীরমুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি সভাপতি ও বিধু ভূষণ দাস সাধারণ সম্পাদক হন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT