ঢাকা (রাত ১১:০২) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগরপুরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ৩শত হত-দরিদ্রের মাঝে খাদ্য বিতরণ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার সন্ধ্যা ০৬:৫৭, ১০ এপ্রিল, ২০২০

মো. শাকিল হোসেন শওকত, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ১২ টি ইউনিয়নের দুস্থ অসহায়, কর্মহীন ৩শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার ১০ এপ্রিল ২০২০, সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ত্রাণ সামগ্রী বিতরণ করে নাগরপুর মুক্তিযোদ্ধা বাস্তবায়ন কমিটির। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার আলহাজ্ব সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম বাদশা সহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডা । সাবেক কমান্ডার সুজায়েত হোসেন বলেন, আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এ দেশকে স্বাধীন করেছি। দেশের এই ক্রান্তিলগ্নে, মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রত্যেক ইউনিয়নের হতদরিদ্র এবং কর্মহীন মানুষদের সহযোগিতায় তালিকা প্রস্তুত করে চাউল, ডাল, তৈল, আলু, সাবান বিতরণ শুরু করেছি। প্রথম পর্যায়ে আমরা ৩শত হতদরিদ্র পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। তিনি আরো জানান, আমরা পরবর্তীতে সরকারের দেওয়া ভাতা হতে একটা অংশ উত্তোলন করে ফান্ড তৈরি করে নাগরপুর উপজেলার হতদরিদ্রের মাঝে এ ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবো। আমরা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আমাদের কালেকশনের অর্থের একটি অংশ দেয়ার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT