ঢাকা (রাত ১২:২৬) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ট্রাক আটক,থানায় মামলা

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock সোমবার দুপুর ০২:৩০, ২১ ডিসেম্বর, ২০২০

টাঙ্গাইলের নাগরপুরের মোকনা ইউনিয়নের ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় বালু ভর্তি ২টি ড্রাম ট্রাক আটক করে মামলা দিয়েছে নাগরপুর থানা পুলিশ।

গতকাল ২০ ডিসেম্বর রবিবার, ভোর রাতে উপজেলার মোকনা ইউনিয়নের ধলেশ্বরীর পাড় থেকে অনুমিত না নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় দুটো ড্রাম ট্রাক আটক করে থানায় মামলা দিয়েছে নাগরপুর থানা পুলিশ।

২০১০ সালের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫/১ ধারায় ১৩ নং ক্রমিকে নাগরপুর থানায়, অজ্ঞাত নামা ১০-১২ জনকে আসামি করে ১টি মামলা দায়ের করেছে থানা পুলিশ। মামলার আটককৃত ট্রাক দুটো ঢাকা মেট্রো-ট ১৫৭৪৫৯ এবং ঢাকা মেট্রো- ১৩৬৬৬৯।

ট্রাক চালক জলিল ও ট্রাকের মালিক গোলাম মোস্তফার সাথে কথা বল্লে তারা বলেন, ট্রাক দুটো মোকনার ফরিদ ও জহিরুল ভাড়া করে ছিলো, পন্য পরিবহনের জন্য। তারা যে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির জন্য ট্রাকগুলো ব্যবহার করছিলো, বিষয়টি আমাদের জানা ছিলো না। অবৈধভাবে নদীর বালু উত্তোলন করে বিক্রির জন্য আমাদের গাড়ি তাদের কাছে ভাড়া দিতাম না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই সব সময় আমাদের গাড়ির সকল কাগজ আপ টু ডেট রাখি।

ফরিদের ব্যক্তিগত মোবাই নম্বর এ কল দিয়ে সংবাদ কর্মী পরিচয়ে এ বিষয়ে তার বক্তব্য চাইলে, সে নিজেকে অন্য বাক্তি হিসেবে উপস্থাপন করে বলেন, এটা ফরিদের নম্বর নয়। এটা রং নম্বর বলে, কলটি কেটে দেয়। আপর দিকে জহুরুলের মোবাইল ফোনে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, বিপননের উদ্দেশ্যে অনুমোতি বহিঃভুত বালু উত্তোলন ও বিপননের জন্য অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে ১৩নং ক্রমিকে একটি মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT