ঢাকা (রাত ২:৪২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় হাওরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock সোমবার সন্ধ্যা ০৭:১৫, ১৯ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম সংলগ্ন কান্দাশিয়া হাওরের পানিতে ডুবে সোমবার দুপুরে শাম্মী আক্তার নামের পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ব্যবসায়ী শাহপরাণ মির্জার মেয়ে।

এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কান্দাশিয়া হাওরে সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে শিশু শাম্মী আক্তার আরও দুইজন শিশুকে নিয়ে সে গোসল করতে যায়। গোসল করার  এক পর্যায়ে সে হাওরের গভীর পানিতে তলিয়ে যায়।

ওইদিন বেলা দুইটার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে হাসপাতালের  জরুরি বিভাগের ইনচার্জ উপসহারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রঞ্জন কিশোর চাকলাদার শিশু শাম্মী আক্তারকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু এই খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT