ঢাকা (সকাল ১১:২২) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশায় প্রতিপক্ষের ধারালো দায়ের আঘাতে প্রাণ হারালো আড়াইবছরের শিশু

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock শনিবার বিকেল ০৫:৫৬, ২৮ আগস্ট, ২০২১

বাড়ির সীমানা নির্ধারণসহ পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামে প্রতিপক্ষের ধারালো দায়ের আঘাতে দুর্জয় নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক ছালেক মিয়ার ছেলে। শনিবার বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ওই শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চামরদানী ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামের জয়নাল মিয়ার (৩৫) সঙ্গে একই গ্রামের প্রতিবেশি ছালেক মিয়ার (৩০) দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নির্ধারণসহ পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বেলা দেড়টার দিকে ছালেক মিয়া তার আড়াই বছর বয়সী ছেলে সন্তান দুর্জয়কে নিয়ে জয়নাল মিয়ার বাড়ির উঠান হয়ে প্রতিবেশি আরেক জনের বাড়িতে যাচ্ছিল। এ সময় জয়নাল মিয়া নিজ বাড়ির উঠানে ধারালো দা দিয়ে বাঁশ কাটছিল। কোনোকিছু বুঝে উঠার আগেই জয়নাল তার হাতে থাকা ধারালো দা দিয়ে ছালেকের মাথায় আঘাত করে। এ সময় ছালেক তার মাথা সরিয়ে নিলে ওই দায়ের কোপ আড়াই বছরের শিশু দুর্জয়ের মাথার মাঝখানে লাগে। মুমুর্ষজনক অবস্থায় ওই শিশুটিকে বিকেল পৌনে তিনটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে  এলে সেখানেকার কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব বলেন, আমরা ঘটনাস্থলে আছি।এই শিশুটির হত্যাকাণ্ডের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচেছ। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT