ঢাকা (সন্ধ্যা ৬:৩০) রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় পুলিশের অভিযানে চুরি হয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার-১

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বুধবার রাত ০৮:৩৯, ২১ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারের চৌরাস্তা হইতে ৪০টি মোবাইল ফোনসহ আয়নাল হক মিঠু (২৪) নামের একজনকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ। সে মধ্যনগর থানার বড় শেকের পাড়া গ্রামের মোঃ জুলহাস মিয়ার ছেলে।

মোবাইল দোকানের মালিক ও ধর্মপাশা থানা সূত্রে জানা যায়, গত ১৭-০৪-২০২১ তারিখ সন্ধ্যা হতে ১৮-০৪-২০২১ তারিখ  সকাল পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোন এক সময় পাইকুরাটি ইউনিয়নের গাছতলার বাজারের আবু হুরাইরা টেলিকম নামের দোকানে এই চুরির ঘটনাটি ঘটেছে,যার মালিক মোঃ সাদেকুর রহমান  (৪২) তার বাড়ী সুনুই কুর্শিবাড়ী গ্রামে।গতকাল মঙ্গলবার ২০শে এপ্রিল সন্ধ্যায় মোবাইল দোকানের মালিক মোঃ সাদেকুর রহমান বাদি হয়ে মোবাইল চুরির একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন।

ধর্মপাশা থানার এসআই তপন কান্তি দাস বলেন,বুধবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার মধ্যনগর বাজারের চৌরাস্তা হইতে ৪০টি মোবাইল ফোনসহ আয়নাল হক মিঠু (২৪) নামের একজনকে আটক করা হয়েছে । পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT