ঢাকা (রাত ২:০৭) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock শুক্রবার রাত ১০:৫০, ৩ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর দক্ষিণহাটি গ্রামের বাসিন্দা ও একটি মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল হাশিম (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ০৩-০৯-২০২১ইং শুক্রবার (৩সেপ্টেম্বর) সকালে সিলেট শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ।

ধর্মপাশা থানার এসআই মোহাম্মদ সুমনুর রহমান বলেন,সিলেট জালালাবাদ জিআর ৬৬/১৮এর মামলার সাজাপ্রাপ্ত ফেরারি পলাতক আসামী মোঃ আব্দুল হশেম (২৭)কে সিলেট শহরের পাঠানটুলা এলাকা থেকে গ্রেপ্তার করেছি।

ধর্মপাশা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খালেদ চৌধুরী বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর দক্ষিণহাটি গ্রামের আবদুল হাশিমের বিরুদ্ধে ২০১৮সালের ১৩এপ্রিল সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। এই মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা করেন।

আজ শুক্রবার সকাল সাতটার দিকে সিলেট শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT