দ্রুতই শিশুদের করোনার টিকা কার্যক্রম শুরু হবে-স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি বুধবার রাত ০১:৪১, ২৯ জুন, ২০২২
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের করোনার টিকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছি। খুব শিগগিরই এ টিকাদান কার্যক্রম শুরু করবো।
মঙ্গলবার রাজধানীর একটি অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা একেবারে নির্মূল হয়ে যায়নি। নতুন করে এখন আবার সংক্রমণ বেড়ে চলেছে। এ অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক ও সচেতন হতে হবে।
এর আগে গত সোমবার অপর এক আলোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। করোনাভাইরাস প্রতিরোধে তাদের ফাইজারের টিকা দেওয়া হবে। টিকা নিতে শিশুদের জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করা লাগবে।