হোসাইন মোহাম্মদ দিদার রবিবার দুপুর ০১:১৪, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৪ পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দাউদকান্দি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজাহান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জসীম উদ্দীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন— কো-অপ্ট সদস্য জহির খন্দকার, সেলিম সরকার, দাতা সদস্য রকিবউদ্দীন সরকার রকীব,অভিভাবক সদস্য কবির খন্দকার, মেহেদী হাসান টিপু ,শিক্ষক প্রতিনিধি মৃণাল কান্তি মজুমদার, মোহাম্মদ শাহাদাত হোসেন, বিউটি আক্তার।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন মুফতি এহসান বিন ফারুকী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন সরকার।