ঢাকা (রাত ১০:২৭) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock মঙ্গলবার দুপুর ০২:৪৫, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার দাউদকান্দিতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় দাউদকান্দি মডেল থানার গণশুনানি কক্ষে মডেল থানার আয়োজনে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের পুরোহিত ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম। এতে সভাপতির বক্তব্য রাখেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, “দাউদকান্দিতে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য মডেল থানা পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

 

সনাতন ধর্মাবলম্বী বক্তারা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, দর্শনার্থীদের সহায়তা, যানবাহন নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন।

 

এসময় আরো বক্তব্য রাখেন, গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রট কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মধু সরকার, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দাউদকান্দি উপজেলা শাখার আহবায়ক বাবু অশোক সাহা, সনজিৎ রায় ও সদস্য সচিব প্রাণ কৃষ্ণ আচার্য, মনসাবাড়ী পূজা মন্ডপের নারায়ণ সাহা প্রমূখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT