দাউদকান্দিতে বৈষম্যবিরোধী মামলার আসামি গ্রেপ্তার
হোসাইন মোহাম্মদ দিদার
সোমবার সন্ধ্যা ০৬:০৫, ২৯ ডিসেম্বর, ২০২৫
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিরঘোষিত আওয়ামী লীগ নেতা ও বৈষম্যবিরোধী মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে থানা এলাকার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোঁশকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আক্তার হোসেন (৫০)। তিনি মৃত আবিদ আলী সরকারের পুত্র। তিনি ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ ২৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের পদধারী সদস্য হিসেবে অভিযুক্ত।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান , গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানার পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকার কথা জানানো হয়েছে।


