ঢাকা (সকাল ১১:১৭) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দিতে দুই ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীরের শপথ গ্রহণ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২৮, ২৮ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী বার পাড়া ও সুন্দলপুর ইউনিয়নের নবনির্বাচিত আমীরদ্বয়ের শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে এক মনোজ্ঞ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।  উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল।

 

আজ বৃহস্পতিবার( ২৮ নভেম্বর) বিকালে সুন্দলপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী আমীর মাওলানা নূরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— কুমিল্লা উত্তর জেলা মজলিস শুরা সদস্য খন্দকার মাওলানা আবুল বাশার, মাওলানা মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারী মনিরুজ্জামান, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল লতিফ ও অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ছাত্র জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে পাওনা নতুন বাংলাদেশকে সংস্কার করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহ ভীরু নেতৃত্ব প্রয়োজন। আর সে নেতৃত্ব তৈরী করার জন্যই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আগামী দিনে একটি কল্যাণকর সমাজ বির্নিমানে জামায়াতে ইসলামীর বিকল্প নেই আর তাইতো দলে দলে লোক জামায়াতে ইসলামীতে যোগদান করছে।  এ এলাকার ইসলামী আন্দোলনের কাজকে ত্বরান্বিত করতে আমীদের সহযোগিতা করার আহবান জানানো হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে নব নির্বাচিত আমীরদ্বয়ের শপথ বাক্য পাঠ করানো হয়। “




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT