ঢাকা (রাত ১০:৩৬) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock রবিবার সন্ধ্যা ০৬:১৯, ২১ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর তারিখে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের হয়। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন এর ধারা ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ অনুযায়ী রুজু করা হয়।

 

এই মামলায় গতকাল শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম।

 

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার চরচারিপাড়া গ্রামের ওয়াসেক বেপারীর ছেলে মনির হোসেন চেয়ারম্যান,হাটচান্দিনা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মো. মাসুদ রানা এবং একই গ্রামের মৃত রুসমত আলীর ছেলে মো. জুয়েল রানা।

আজ রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন,

“সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত সাপেক্ষে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT