ঢাকা (বিকাল ৫:৩৮) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন : ভোলায় বিএনপির লিফলেট বিতরণ

ডামি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ভোলায় বিএনপির লিফলেট বিতরণ

কামরুজ্জামান শাহীন কামরুজ্জামান শাহীন Clock বৃহস্পতিবার দুপুর ০১:৫৮, ২৮ ডিসেম্বর, ২০২৩

ডামি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতা-কর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

ডামি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ভোলায় বিএনপির লিফলেট বিতরণ
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলার ইলিশা ও লক্ষ্মীপুর মহাসড়কে জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক বশির হাওলাদার, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা কৃষক দলের সাবেক সভাপতি লোকমান গোলদার, ভোলা জেলা যুবদলের নেতা ওমর ফারুক, ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

 

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন বলেন, স্বাধীনতার ৫২ বছর পরেও আমাদের ভোটাধিকার নেই, দ্রব্যম‚ল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সরকারি পৃষ্ঠপোষকতায় কোটি কোটি টাকা পাচার, অর্থনীতির ভঙ্গগুর অবস্থায় ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দেশের এমন করুণ অবস্থায় সরকারের একতরফা তামাশার ডামি নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT