ঢাকা (রাত ৩:০৩) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতি উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতি উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার রাত ০১:২১, ৩০ অক্টোবর, ২০১৮

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতি উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গনে সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতি উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিতউপজেলা পরিষদের আয়োজনে মেলা উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়াম মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মোঃ এ্যাপোলো, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব হোসেন মুকুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জাকির হোসেন।
মেলায় বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশাত্ববোধক, ডিজিটাল বাংলাদেশ নিয়ে সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। শেষে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT