ঢাকা (দুপুর ২:৪৮) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঠাকুরগাঁওয়ে দু’টি মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে দু'টি মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার বিকেল ০৫:৪৯, ৫ অক্টোবর, ২০১৮

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলাপ্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসা ও মন্ডলাদাম নেছারিয়া দাখিল মাদ্রাসার নির্মিতব্য চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার ওই দুটি মাদ্রাসায় গিয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁওয়ে দু'টি মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনশিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসা ও মন্ডলাদাম নেছারিয়া দাখিল মাদ্রাসার নির্মিতব্য একাডেমিক ভবনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি টাকা। ভবন দুটি নির্মাণ হলে ওই এলাকার প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী পাঠদানের সুযোগ পাবে।
সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এ সরকার মানুষের কথা চিন্তা করেই উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। আমরা দেশের মানুষের কল্যাণে সবসময় কাজ করব। কারণ দেশের মানুষরাই আমাদের ক্ষমতায় এনেছে।
বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. বনি আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক সহ স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম নেছারিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। উদ্বোধন শেষে মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ রমেশ চন্দ্র সেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT