ওবায়দুর রহমান মঙ্গলবার সন্ধ্যা ০৬:৪৩, ১৫ আগস্ট, ২০২৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৌরীপুর পৌরসভার মেয়র ও গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।
১৫ আগস্ট, মঙ্গলবার পৌর পরিষদ ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পৌরসভা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
এতে অংশ নেন পৌরসভার প্যানেল মেয়র ১ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র ২ দিলুয়ারা আক্তার, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, নূরুল ইসলাম, মাসুদ মিয়া রতন, সাদেকুর রহমান, মোঃ এমরান, নারী কাউন্সিলর সালেহা আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সৈয়দ রাফসান জানি অভি প্রমুখ।