ঢাকা (বিকাল ৫:২৭) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

জাতির পিতার সন্মান অম্লান রাখতে সরকারি চাকুরীজীবিদের প্রতিরোধ

মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর(টাঙ্গাইল) মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর(টাঙ্গাইল) Clock শনিবার বিকেল ০৪:২১, ১২ ডিসেম্বর, ২০২০

টাঙ্গাইলের নাগরপুরে “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে, নাগরপুর উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিরা প্রতিরোধ কর্মসূচী করেছে।

শনিবার ১২ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা চত্ত্বরে চলে এ প্রতিরোধ কর্মসূচী।

সকালে উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিরা প্রথমে দাড়িয়ে সমবেত স্বরে জাতীয় সঙ্গীত গেয়ে, জাতির পিতার প্রতি সন্মান প্রদর্শন করেন। পরে, তারা কুষ্টিয়ার মৌলবাদ ও জঙ্গিদের দ্বারা জাতির পিতার ভাস্কর্য ভাংচুর করার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিত জানান।

এ সময় দেশের জন্য জতির পিতার অবদানের উল্লেখ্য বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তারা।

এ প্রতিরোধ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই- জাহান, অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস সহ উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিরা।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT