ঢাকা (রাত ২:১৪) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে নদীতে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ পাঁচ ঘন্টা পর উদ্ধার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার ১২:০৩, ২৮ জুন, ২০২২

৫ ঘন্টা পর চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (২৭ জুন) বেলা ১১টার দিকে পৌর এলাকার সিএ্যান্ডবি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র মাসুদ রানা (২১) রাজশাহী জেলার তেরখাদিয়া কলেজ পাড়ার মৃত মুকসেদের ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য মাইনুল ইসলাম জানান, ডুবে যাবার পরে স্থানীয় এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে যত দ্রুত সম্ভব উপস্থিত হয় ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল। মরদেহের সন্ধানে নদীতে প্রায় ৫ ঘন্টা উদ্ধার অভিযান চলমান রাখে ফায়ার সার্ভিস। বেলা সোয়া ১২টা থেকে উদ্ধার কার্যক্রম চালিয়ে বিকাল সোয়া ৪টায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে আহত অবস্থায় স্থানীয়রা নিহত মাসুদের সহপাঠী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেলসাদপুর গ্রামের আবু তাহেরের ছেলে আবু তালেব (২২) ও নওগাঁ জেলার হাপানিয়া ঝিকরা গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. রাকিব হাসান (২১)কে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তারা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের ৩ জন ছাত্র একসাথে বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাটে গোসল করতে নামে। পরবর্তীতে পানিতে ভাসতে ভাসতে মহানন্দা ব্রিজ পার হয়ে এসে অন্য দুই বন্ধু তীরে উঠতে পারলেও মাসুদ রানা রাবার ড্যামের নিকট পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে পরিবারের অনাপত্তির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিক্ষার্থীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT