ঢাকা (দুপুর ১২:০০) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ক্লাসে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২২, ১ সেপ্টেম্বর, ২০২২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং আলোর পাঠশালায় কুইজ প্রতিযোগিতাসহ; প্রতি মাসে ক্লাসে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদাণ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার বেলা ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জাতীয় সংগীতের পর অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘুরে ঘুরে বিদ্যাদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তরিকুল আলম, এসএমসি কমিটির সহসভাপতি কার্তিক কোল টুডু, বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন, গ্রাম্য মোড়ল মাধব কোল সরেন, চানু হাসদা, প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, শিক্ষার্থী সাকিবুল হাসান প্রমূখ। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সাঈদ মাহমুদ।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর জানান, সাধারণ জ্ঞান বৃদ্ধির উদ্যোগ হিসেবে বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে কিশোর আলো ক্লাব। মাসিক ১০ টাকা চাঁদা দিয়ে শিক্ষার্থীরা এ ক্লাবের সদস্য হয়। মাসে দুটি করে সাধারণ জ্ঞানভিত্তিক পাঠ দেয়া হয়। আগস্ট মাসে অনুষ্ঠিত হয়েছিল দুটি প্রতিযোগিতা। শিক্ষার্থীরা সেগুলো নিয়ে বাড়িতে পড়াশোনা করে। এরপর সেগুলো নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। বিজয়ীদের আজ পুরস্কার দেয়া হয়।

অন্যদিকে জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত শতভাগ উপস্থিত এবং প্রতি মাসে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে সকলকে শিক্ষা উপকরণ দেয়া হয়। এছাড়া বিদ্যাদানকারী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তরিকুল আলমও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শুভেচ্ছা পুরস্কার হিসেবে কলম উপহার দেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT