ঢাকা (দুপুর ১২:৪৫) শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

চাঁপাইনবাবগঞ্জকে বাসযোগ্য আধুনিক শহর গড়তে চাই:-বিএনপি মনোনিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার বিকেল ০৫:৫২, ৬ অক্টোবর, ২০২১

আদর্শ শহর হচ্ছে যেখানে চাওয়া মাত্রই ‘উত্তম নাগরিক সেবা’ নাগরিকদের কাছে পৌঁছে যায়। একটি শহরের বাস যোগ্যতা নির্ভর করে সেখানকার জনঘনত্ব, অবকাঠামোগত উন্নয়নের ধরন, নাগরিক সুযোগ-সুবিধা, ড্রেনেজ ব্যবস্থাপনা, স্বাস্থ্য-শিক্ষা, অর্থনৈতিক অবস্থা ও সড়ক অবকাঠামোর ওপর। যেখানে সামাজিক, পারিবারিক ও নাগরিক মূল্যবোধের চর্চা থাকবে সুদৃঢ়। সুযোগ পেলে এমন শহরই গড়তে চান আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, কাগজে-কলমে প্রথম শ্রেণি হিসেবে মর্যাদা পেলেও তেমন উন্নয়ন হয়নি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার। প্রথম শ্রেণির পৌরসভার যে রূপ হওয়ার কথা তা নেই, নেই তেমন নাগরিক সুবিধাও। আমি নির্বাচিত হলে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে নাগরিকদের কাংক্ষিত সব সুবিধা নিশ্চিত ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে উন্নত পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। পৌরসভার সমস্যার গুরুত্ব অনুসারে বিভিন্ন মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করা হবে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সর্বস্তরে দুর্নীতিমুক্ত সেবা প্রদাণ নিশ্চিত করা হবে।

গণশুনানির মাধ্যমে পৌরবাসীর সাথে আলোচনা করে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হবে। জন্ম-মৃত্যু সনদ, ট্রেড-লাইসেন্স এবং অন্যান্য সেবার ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে। শহরের বাজারগুলোর আধুনিকায়ন এবং পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেয়া হবে।

বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বলেন, ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করে সেবার মান উন্নত করা হবে। সব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কর্তৃপক্ষকে সরাসরি অবহিত করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে পৌরসভা কার্যালয়ে হটলাইন চালু করা হবে। সেবা সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধানে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে। নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য অঞ্চলভিত্তিক ‘অ্যাকশন এরিয়া প্ল্যান’ গ্রহণ করে নাগরিক সেবার কর্মকান্ড ওয়ার্ড পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হবে। আর চাঁপাইনবাবগঞ্জে পৌরসভায় সুপেয় পানীর সরবরাহ নিশ্চিত করা, জলাবদ্ধতা দূর করা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কথা বলেন নজরুল ইসলাম।

তিনি বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনায় রেখে গুরুত্বপূর্ণ সড়কগুলোকে প্রশস্ত করে নির্মাণ করবো। পায়ে হটে নিরাপদে চলাচলের জন্য ফুটপাতের ব্যবস্থা করবো। আলোকিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বিনির্মাণে সড়ক বাতিগুলো আধুনিক করা হবে যাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা যায়। মসজিদ-ঈদগাহ-কবরস্থানের উন্নয়ন, আমের বাজার সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ ও আম সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির এই প্রার্থী বলেন, মেয়র হলে তিনি শহরের সৌন্দর্য বর্ধন প্রকল্প নেবেন এবং পর্যটন ব্যবস্থা গড়ে তুলবেন। শিশুপার্কসহ বিনোদন কেন্দ্রের উন্নয়ন ও আধুনিকায়ন করবেন। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যকে সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে। কয়েকশ বছরের ইতিহাস-ঐতিহ্য বহনকারী বিখ্যাত পণ্য আম, কাঁসা-পিতল, নকশিকাঁথা ও রেশম নিয়েও স্থাপনা নির্মাণ করা হবে। ঐতিহ্যবাহী পণ্যের আদলে স্থাপনা নির্মাণের মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জকে আলাদাভাবে উপস্থাপন করা হবে। এসব স্থাপনা নিয়ে আগামী প্রজন্ম যেমন গর্ব অনুভব করবে, তেমনি নিজেদের এগিয়ে চলার ক্ষেত্রে অনুপ্রেরণা খুঁজে পাবে ঐতিহ্যের মধ্যে।

ভোটারদের উদ্দেশ্যে বিএনপির এই প্রার্থী নজরুল ইসলাম বলেন, আপনাদের ভোটে ২০১৯ সালের ১৪ অক্টোবর আমি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করি। কিন্তু সেখান থেকে এই শহরের উন্নয়নে তেমন কোন ভূমিকা রাখা সম্ভব নয়। তাই দলীয় সীদ্ধান্তে সেই পদ থেকে আমি পদত্যাগ করে পৌর মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছি। এই ঐতিহাসিক পৌরসভার সন্তান হিসেবে আমার নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে বাসযোগ্য অত্যাধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলা। আপনাদের সহযোগিতা পেলে তা আরও বাস্তব, প্রায়োগিক ও নাগরিকবান্ধব করে গড়ে তোলা সম্ভব হবে। আমি একান্তভাবে আশা করি, আসন্ন নির্বাচনে আমাকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT