ঢাকা (সকাল ১০:২৬) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুরে সাংবাদিকদের সাথে অনলাইন পশুর হাট বিষয়ক মতবিনিময় সভা 

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার বিকেল ০৪:৪৪, ১২ জুলাই, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে অনলাইনে কোরবানির পশুর হাট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুলাই) দুপুর ১২টায় অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাঃ আব্দুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার রবিন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ ও সাংবাদিক আরিফ আহম্মেদ, মোখলেছুর রহমান প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন নাজনীন সুলতানা, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আসমাউল ইকবাল মৃদূল, ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর নূর খোকাসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাঃ আব্দুল করিম জানান, করোনা সংক্রমণের ঝুঁকির কারণে এবার হাট থেকে কোরবানির পশু না কিনে অনলাইন হাট থেকে কেনার জন্য ক্রেতাদের উৎসাহিত করছে সরকার। তিনি আরো বলেন, www.qurbanihatmym.com ওয়েবসাইটিতে উপজেলাভিত্তিক কোরবানীর পশুর তথ্য পাওয়া যাবেন। অনলাইন হাট থেকে কোরবানির পশু কিনতে সাধারণ মানুষকে উৎসাহিতকরণে সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT