ঢাকা (রাত ৮:৩৯) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে নানা কর্মসূচীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে স্মরণ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার রাত ০১:২৩, ২০ জুলাই, ২০২২

নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে নানা কর্মসূচীতে তাকে স্মরণ করেছে ভক্তরা।

কর্মসূচীর মধ্যে ছিলো বৃক্ষরোপণ, ট্রেনে পাথর নিক্ষেপ রোধে প্রচারণা ও আলোচনা-সভা। গতকাল মঙ্গলবার পৌর শহরে এসব কর্মসূচী পালন করে ভক্তদের সংগঠন হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ।

গুণী এ লেখকের স্মরণে মঙ্গলবার দুপুরে পৌর শহরের হরিজন পল্লীতে একটি আম গাছ রোপণ করা হয়েছে। বৃক্ষটির নামকরণ করা হয়েছে ‘লীলাবতী’। পরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে প্রচার-প্রচারণা চালান ভক্তরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুস্তাকিম (প্রা.) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আমান উল্লাহ আমান, সংগঠনের সভাপতি মোতালিব বিন আয়েত, সাধারণ সম্পাদক প্রভাষক স্বপন কুমার ঘোষ, উপজেলা উদীচী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, নাজমুল হুদা প্রমুখ।

আলোচনা সভায় হুমায়ুন আহমেদ এর সাহিত্য, নাটক, সিনেমা ও কর্মময় জীবনকে ধারণ করার আহবান জানান বক্তারা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT