ঢাকা (রাত ১:৪১) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কেশবপুর সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার রাত ১০:৫১, ৭ জুলাই, ২০২০

মোরশেদ আলম, যশোর প্রতিনিধি: যশোর কেশবপুরে সড়ক দূর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে, মঙ্গলবার সকালে চলন্ত ট্রাকের ধাক্কায় ওই কৃষকের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী করিমন নেছা বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মোমিনপুর গ্রামের মৃত কালাচাঁদ মোড়লের ছেলে কৃষক নূরুল ইসলাম মোড়ল (৫০) ক্ষেতের সবজি এনে স্থানীয় হাসানপুর বাজারে বিক্রি করে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে হাসানপুর-বগা সড়কের কাবিলপুর বালুর বিল নামক স্থানে পৌছালে পেছন থেক দ্রুতগামী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT