ঢাকা (রাত ৩:৩৫) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

করোনাভাইরাস : বান্দরবানে ৩ উপজেলা লকডাউন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার ১২:২২, ২৫ মার্চ, ২০২০

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবানঃ বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শামীম হোসেন বলেন, ‘বান্দরবানে করোনাভাইরাস যেন ছড়াতে না পারে সেজন্য জনসমাগম বেশি থাকায় এই তিন উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন।’

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, ‘লকডাউন চলাকালে ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারবেন না, কেউ বেরও হতে পারবেন না। সবাইকে ঘরে থাকতে হবে। শুধু জরুরি সেবা অব্যাহত থাকবে।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ৪১ জন এবং হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন নয় জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। এই ভাইরাসে দেশে মারা গেছেন চারজন। আর আক্রান্ত হয়েছেন মোট ৩৯ জন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT