ঢাকা (রাত ৯:৪১) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে আবারো বিজয়ী করুন : সুবিদ আলী এমপি

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার রাত ১১:৩৮, ২৬ অক্টোবর, ২০২৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে জনগনের প্রতি আহ্বান জানান সুবিদ আলী ভূঁইয়া এমপি। বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় উপকারভোগী ব্যক্তিদের নিয়ে শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ডে মতবিনিময় সভা ও অবহিতকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়৷

 

বৃহস্পতিবার(২৬ অক্টোবর) বিকালে উপজেলার গৌরীপুর বাজারের ঈদগাহ মাঠে গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় ও অবহিতকরণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন—প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব.সুবিদ আলী ভূঁইয়া এমপি৷

 

তিনি এই সমাবেশে সরকারের বিগত ১৫ বছরের সাফল্য তুলে ধরে বলেন, শেখ হাসিনার সরকার সারা দেশে গৃহহীনদের ঘরসহ ভূমি উপহার দিয়েছেন।

ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, পদ্মা ব্রিজ, টার্মিনাল,পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ সকল অসাধ্য কাজ সম্পাদন করেছেন আমাদের সরকার।

 

গৌরীপুর ইউনিয়ন সাধারন সম্পাদক মো.ওয়াদুদ সরকারের সঞ্চালণায় ও আওয়ামীলীগ সভাপতি মো.ছমির আলম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন—উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.)মোহাম্মদ আলী সুমন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার,তারিকুল ইসলাম নয়ন, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব,ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়াসহ আরও অনেকে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT