ঢাকা (রাত ৪:২৩) শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেন তামিম

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার দুপুর ০৩:১৩, ১৭ জুলাই, ২০২২

টেস্ট ও টি-টোয়েন্টিতে ভরাডুবির পর ওয়ানডেতে বাংলাদেশকে সিরিজ জয়ের আনন্দে ভাসিয়েছেন তামিম ইকবাল। তবে সেই উচ্ছ্বাসের রেস না কাটতেই তামিম দিলেন বিদায়ী বার্তা। আন্তার্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন বাঁহাতি এ ওপেনার।

গায়ানায় শনিবার দিবাগত রাতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। টানা তিন জয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। পুরো সিরিজে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অবদান রাখায় ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পান তামিম। এর কিছুক্ষণ পরই টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানিয়ে দেন তামিম।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে অবসরের ঘোষণা দিয়ে তামিম লিখেছেন,”আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।”

অবশ্য লম্বা সময় ধরেই এই ফরম্যাট থেকে দূরে ছিলেন তামিম। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন বাঁহাতি এ ব্যাটার। চোটের কারণে অনেকদিন টি-টোয়েন্টি থেকে বাইরে থাকার পর তরুণদের সুযোগ দিতে গত ২৭ জানুয়ারি বিপিএল চলার সময় ছয় মাসের জন্য বিরতি নেন তিনি। খেলেননি গত বছর হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও। এবার আনুষ্ঠানিকভাবেই নিজেকে এই ফরম্যাট থেকে সরিয়ে নিলেন দেশসেরা ওপেনার।

আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮ টি-টোয়েন্টিতে ২৪.০৮ গড়ে ও ১১৬.৯৬ স্ট্রাইক রেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম। তবে দেশের হয়ে তিনি খেলেছেন ৭৪টি ম্যাচ। চারটি ম্যাচ খেলেছেন বিশ্ব একাদশের হয়ে।

এ ছাড়া টি-টোয়েন্টিতে একসময় বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। এখন রান স্কোরারের তালিকায় তিনে আছেন এই বাঁহাতি ব্যাটার। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ানও তামিম। ২০১৬ বিশ্বকাপে ওমানের বিপক্ষে খেলেছিলেন ১০৩ রানের অপরাজিত ইনিংস।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT