ঢাকা (সকাল ৮:৫৮) শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সংসদীয় আসন কুমিল্লা-২ এ পরিবর্তন

কুমিল্লা জেলা ২১৮২৬ বার পঠিত

Alauddin Islam Alauddin Islam Clock বুধবার সন্ধ্যা ০৬:০৭, ১৪ মার্চ, ২০১৮

অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬টি জেলার ৩৮টি সংসদীয় অাসনে পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার কমিশন দুপুর ১২টায় কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন অাহমদ।

হেলালুদ্দীন আহমদ জানান, ঢাকার ৫টি, নারায়ণগঞ্জের ২টি, নীলফামারীতে ১টি, রংপুরে ৩টি, কুড়িগ্রামে ২টি, পাবনায় ২টি, মাগুরায় ২টি, খুলনায় ২টি, সাতক্ষীরায় ২টি, জামালপুরের ২টি, শরীয়তপুরের ২টি, মৌলভীবাজারেরর ২টি, ব্রাহ্মণবাড়িয়ার ২টি, কুমিল্লার ৪টি, নোয়াখালীর ২টি এবং চট্টগ্রামের ২টি অাসনে পরিবর্তন অানা হয়েছে।

তিনি বলেন, অাজকেই এই তালিকা বিজ্ঞপ্তি অাকারে প্রকাশ করা হবে। কারও কোনো দাবি বা অাপত্তি থাকলে ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত অাবেদন করতে পারবেন।

কমিশন দাবি বা অাপত্তি শেষে ৩০ এপ্রিল সংসদীয় অাসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলেও জানান সচিব।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT