ঢাকা (রাত ৮:৫১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:৩৩, ২২ জুলাই, ২০১৯

মোঃ ইসমাইল, রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার সকাল ১০টায় আনন্দ র‌্যালি, পোনা অবমুক্তকরণ এবং আলোচনান সভার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ সমিতি।

এদিন ফিশারীজ বিভাগের গবেষণা পুকুরে কয়েক প্রজাতির মাছের পোনা ছাড়ার কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান।
বিভাগের সভাপতি অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মোঃ জাকারিয়া, কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক সালেহা জেসমিন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ ফিশারীজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
এবছর ১৭ থেকে ২৩ জুলাই দেশব্যাপী ২৭তম ‘জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯’ পালিত হচ্ছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT