ভোলায় ৯টি হারানো মোবাইল উদ্ধার; মালিকদের কাছে হস্তান্তর
কামরুজ্জামান শাহীন,ভোলা বুধবার ১২:৫৫, ২১ সেপ্টেম্বর, ২০২২
ভোলায় হারিয়ে যাওয়া ৯টি মোবাইল উদ্ধার করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এসব মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম দিক-নির্দেশনায়; জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেনের তত্ত্বাবধানে উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ৯টি মোবাইল ফোন উদ্ধার করেন।
তিনি বলেন, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ভোলার জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ৯টি মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
এসময় ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।
তারা ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।