ভোলায় ১৫ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ
কামরুজ্জামান শাহীন,ভোলা শুক্রবার রাত ০১:২৯, ২৯ জুলাই, ২০২২
ভোলায় তেতুঁলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২০টি অবৈধ বেহেন্দী ও ১৪টি চরঘেরা জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল থেকে এক্সিকিউটিভ ম্যাজিসেট্রট আরাফাত হোসেনের নেতৃত্বে; তেতুঁলিয়া নদীর ক্যানলিয়াসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন–জেলা মৎস্য কর্মকর্তা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড সদস্য ও র্যাব-৮ এর সদস্যরা।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে তেতুঁলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২০টি অবৈধ বেহেন্দী ও ১৪টি চরঘেরা জাল জব্দ করা করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
পরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিসেট্রট আরাফাত হোসেনের উপস্থিতে, এসব জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।