ধর্মপাশায় সোনালী ব্যাংক লিমিটেড এর প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প ২০২১ অনুষ্ঠিত
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:০৮, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
“শপথ নিলাম মুজিব বর্ষে,আমরা থাকবো সবার শীর্ষে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প ২০২১ অনুষ্ঠিত হয়েছে।( ২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংক লিমিটেডের ধর্মপাশা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে ধর্মপাশা শাখার ব্যবস্থাপক শাহ জালাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম বাবুল মোহাম্মদ আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন এজিএম শেখ মোহাম্মাদ সুজাদুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমীন তালুকদার,ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, ফেরদৌসুর রহমান,ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল বারেক ছোটন প্রমুখ।
সভা শেষে ১৩জন কৃষকের মধ্যে ছয় লাখ ১২হাজার টাকা কৃষি ঋণ বিতরণ ও ১৬জনের কাছ থেকে তিন লাখ ৫০হাজার টাকা আদায় করা হয়।