ঢাকা (ভোর ৫:৪২) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশায় বৃষ্টি ও করোনা কে উপেক্ষা করে প্রিয় মানুষের জানাযায় হাজার মানুষের ঢল

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock সোমবার বিকেল ০৫:৫৫, ৭ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য  ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের  সিনিয়র সভাপতি আলমগীর কবীর (৫৫)করোনায় আক্রান্ত হয়ে গতকাল রোববার রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার দুপুর দুইটার সময় ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রাম জামে মসজিদ এর সামনে করোনা ও দিনভরবৃষ্টি  উপেক্ষা করে প্রায় সহস্রাধিক মুসল্লীদের উপস্থিতিতে মরহুম আলমগীর কবীরের জানাজার নামাজ আদায় করে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন  সম্পন্ন করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন,স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম,মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদ ইকবাল,ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ  সম্পাদক শামীম আহমেদ বিলকিস,যুগ্ম সম্পাদক শামীম  আহমেদ মুরাদ,মোকাররম হোসেন সদর ইউনিয়ন  চেয়ারম্যান সেলিম আহমেদ,পাইকুরাটি ইউনিয়ন  চেয়ারম্যান ফেরদৌসুর রহমান   উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম।

তাঁর মৃত্যুতে, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার খানম,কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট  মিসবাহ উদ্দিন সিরাজ,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক      আহমদ হোসেন, সফিকুল ইসলাম সফিক,  সফিউল আলম নাদেল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সহসভাপতিসহ নুরুল হুদা মুকুট সাধারণ সম্পাদক বেরিস্টার  এনামুল কবীর ইমন,    ধর্মপাশা উপজেলা প্রেসক্লাব, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আমজাদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি স্ত্রী,দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT