ঢাকা (সকাল ১১:৩৭) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock রবিবার দুপুর ০৩:৫৩, ১৯ জুন, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে ঘর বাড়ি ছেড়ে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানকৃত অর্ধশতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৯জুন রোববার বেলা ১১টার দিকে জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির উদ্যোগে, উপজেলার বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে আশ্রয় নেয়া, বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মধ্যে ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীগণ।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সমাজ সেবক খাঁইরুল বশর ঠাকুর খাঁন, জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট ধর্মপাশা উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আলম, দপ্তর সম্পাদক নুরুল হুদা আনার, সদস্য সাজল মিয়া, জাতীয় ছাত্রদল উপজেলা কমিটির সভাপতি সুলতান উদ্দিন।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই, প্রভাষক এনামুল হক, গ্রন্থাগার রোকন উজ্জামান রোকন, বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, রোমন হাসান চৌধুরী, সুজন চৌধুরী, দুলন, প্রত্যয়, মুন, ইফাজ প্রমুখ।

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সুনামগঞ্জ, সিলেট ও ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও বানভাসী মানুষের মানবিক বিপর্যয়ে, পরিবারগুলোর পাশে যার যার সাধ্যমত সহায়তা করে পাশে থাকার অনুরোধ জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT