দাউদকান্দিতে প্রবাসীর জায়গা দখলের অভিযোগ
হোসাইন মোহাম্মদ দিদার মঙ্গলবার বেলা ১২:০৮, ৩ সেপ্টেম্বর, ২০২৪
মাইট ইজ রাইট। এই প্রবাদটি কিছু কিছু ঘটনার সঙ্গে পুরোপুরি মিলেও যায়। আইনের চোখ ফাঁকি দিয়ে কিছু মানুষ নিজের খেয়ালখুশি মতো যাচ্ছে তাই করে। এমন ঘটনা অহরহ করে যাচ্ছে সমাজের কিছু রক্তচোষা মানুষ।
দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব উজিয়ারাকান্দির মিয়াজি বাড়ির রহমত নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রবাসির জায়গা দখলের অভিযোগ ওঠেছে ।
জোরদবরস্তি করে রেমিট্যান্স যোদ্ধা মামুন মিয়ার জায়গা দখল করার অভিযোগ পাওয়া গেছে এই দুষ্কৃতকারীর বিরুদ্ধে।
রবিবার (পহেলা সেপ্টেম্বর) সকালে উজিয়ারা গ্রামে সরেজমিনে গিয়ে এই ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের লোকজন রহমত ও তার সাগরেদদের ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে এলাকা ছেড়ে চলে গেছে অনেক দিন যাবৎ।
ভুক্তভোগীর বাড়িতে গিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পত্রিক সম্পত্তির পাশে প্রবাসি মামুন মিয়া তার বড় চাচা রব মিয়াজির থেকে সম্পত্তি ক্রয় করে একটি দেয়াল নির্মাণ করেন। বাড়ির সৌন্দর্য রক্ষার নামে এই দেয়াল রহমত তার সাঙ্গপাঙ্গরা দিনদুপুরে ভেঙে দিয়েছে। ইটের স্তুপ ও সিমেন্টের পলেস্তারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
প্রশাসনের কাছে অভিযুক্তেদের বিরুদ্ধে আইনি উদ্যোগের দাবি করে মিজানুর রহমান মিয়াজি বলেন,”
আমরা নিরীহ লোক। দুষ্কৃতকারীদের দিয়ে আমাদেরকে নানানভাবে হুমকি ধামকি দিয়ে আমাদের জায়গা দখলের চেষ্টা করছে রহমত ও তার লোকজন।”
ভুক্তভোগী মামুন মিয়ার চাচা রব মিয়াজি, ” আমি টাকার প্রয়োজনে মামুনের কাছে জায়গা বিক্রি করেছি। এখন এই জায়গা রহমত দখল নেওয়ার চেষ্টা করছে।”
নিজের সম্পত্তি ও দখলকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় থানা পুলিশ ও প্রশাসনের কাছে একটি ভিডিও বার্তা পাঠান রেমিট্যান্স যোদ্ধা মালয়শিয়ান প্রবাসি মামুন মিয়া।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মামুন মিয়ার পিতা মিজানুর রহমান মিয়াজি।
অভিযুক্ত ব্যক্তি হলেন—উপজেলার পূর্ব উজিয়ারা গ্রামের নূর মোহাম্মদ মিয়াজীর ছেলে রহমত মিয়াজী।
তবে ঘটনার বিষয়ে জানতে রহমত মিয়ার বাড়িতে গেলে তাকে না পাওয়ায় তার প্রতিক্রিয়া জানান সম্ভব হয়নি।