ঢাকা (রাত ২:৪৮) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার রাত ১০:১০, ২০ মার্চ, ২০১৯

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য- সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২০ মার্চ বুধবার ঠাকুরগাঁও সরকারি কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাসে ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ গোলাম কিবরিয়া মন্ডল এর সভাপতিত্বে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার পিপিএম সেবা পদকপ্রাপ্ত মোহা:মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, উপাধাক্ষ,আবুল খায়ের মো: আবদুল মজিদ। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দের বক্তব্যের পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে অধ্যক্ষ, প্রফেসর ড. মোঃ গোলাম কিবরিয়া মন্ডল মাননীয় প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, শরীরচর্চা শিক্ষক আনিসুর রহমান।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT