ঢাকা (রাত ৯:২৯) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেন না দিনমজুর বাবা ইনছান মিয়া

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:০০, ৪ নভেম্বর, ২০২১

ঘরে নুন আনতে পান্তা ফুরায়। এমনভাবে দিন কাটছিলো সুনামগঞ্জ জেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই গ্রামের দক্ষিণ পাড়ার মোঃ ইনছান মিয়ার। এরমধ্যে অসুস্থ ছেলেকে নিয়ে বিপাকে পড়েছেন তিনি।তার বড় ছেলে মোঃ আরিফ মিয়াকে(১৭) বাঁচাতে ধার দেনা করে ২০দিন যাবৎ ছেলের চিকিৎসা চালাচ্ছেন ইনছান মিয়া

ইনছান মিয়ার ঘরে চার সন্তান এক মাত্র ছেলে আরিফ ও তিন মেয়ে ও স্ত্রী গৃহিণী। তিনি অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন।

ইনছান মিয়া জানান,গত ২০দিন ধরে মোটরসাইকেল এক্সিডেন্ট করে সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১নং ওয়ার্ড আইসিইউ ৪ নং বেডে অজ্ঞান অবস্থায় আছে।

বর্তমানে সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তবে ছেলেকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেছেন চিকিৎসকেরা।ছেলের চিকিৎসা,ও বিভিন্ন খরচ বাবদ কয়েক লক্ষ টাকার দরকার। এমতাবস্থায় ছেলে আরিফকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন আরিফের বাবা ইনছান মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাইকুরাটি ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান। তিনি বলেন, ওই ছেলের আত্মীয় স্বজন আমার কাছেও এসেছিলো। আমি সাধ্যমতো সহায়তা করবো। ছেলেটার জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

অর্থ পাঠানোর ঠিকানাঃ-

আরিফের বাবা ইনছান মিয়ার নাম্বার=01744379880(বিকাশ পারসোনাল)




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT