ঢাকা (রাত ৮:৩৮) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৮:৫২, ১৫ নভেম্বর, ২০২২

‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ । মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকালে তিনদিনব্যাপী এ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সংস্থাটির কেন্দ্রীয় দপ্তর থেকে ‘ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২২’ ঘোষণা করা হয়েছে উদ্বোধনীতে। সারা দেশের ফায়ার স্টেশনগুলোতে সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
ইউএনও হাসান মারুফ বলেন, ফায়ার ফাইটাররা বাস্তব জীবনের সত্যিকারের সাহসী মানুষ। অগ্নি দূর্ঘটনারোধে মানুষকে সচেতন করতে কাজ করতে হবে।
এ ছাড়াও বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, টীম লিডার হুমায়ুন কবির প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT