কমতে পারে সয়াবিন তেলের দাম
নিজস্ব প্রতিনিধি রবিবার দুপুর ০৩:২৩, ২৬ জুন, ২০২২
দেশের বাজারেও ভোজ্যতেলের দাম কমতে পারে বলে আভাস দিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমতে শুরু করায় দেশের বাজারেও দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলনের বিষয়ে অবহিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাণিজ্যসচিব। এ সময় বাণিজ্যসচিব বলেন, আগামী দুই দিনের মধ্যে ভোজ্যতেলের দাম নিয়ে সুখবর আসতে পারে।
আশা করি, ভোজ্যতেলের দাম কমবে। এ নিয়ে হিসাবনিকাশ করা হচ্ছে। ভোজ্যতেল পরিশোধন কারখানা এবং বিপণন সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ করা হবে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য ধরে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) হিসাব বলছে, গত বুধবার আর্জেন্টিনায় প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম ছিল ১ হাজার ৪৬৪ ডলার, যা ১ মাস আগে ১ হাজার ৯৭০ ডলার ছিল। তার মানে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম এক মাসের ব্যবধানে প্রায় ২৬ শতাংশ কমেছে।