পাসপোর্ট করা থেকে গন্তব্য দেশে পোঁছানো পর্যন্ত করণীয়,কাজের জন্য প্রবাসে যেতে চান তারা অবশ্যই দেখবেন
মেঘনা নিউজ ডেস্ক সোমবার রাত ১০:৫৮, ১০ জুলাই, ২০১৭
যারা প্রবাসে যাওয়ার জন্য চিন্তা করতেছেন তাদের জন্য আজ একটি ভিডিও আপলোড করলাম। ভিটিওটি দেখলে আশা করি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করা থেকে গন্তব্য দেশে পৌঁছানো পর্যন্ত সবগুলো বিষয়ে ধারনা পাবেন।
যেমনঃ পাসপোর্ট তৈরি,
ভিসা সংগ্রহ,
মেডিকেল করা,
ফিঙ্গারপ্রিন্ট করা,
ট্রেইনিং গ্রহন করা,
বিদেশ যাওয়ার সময় কি কি জিনিস সাথে নেওয়া যাবে না,
এয়ারপোর্ট মালামাল চেক-ইন এ দেওয়া, ইমিগ্রেশন পাড় হওয়া,
বিমানে নিজের আসনে বসা,
খাবার এবং টয়লেট ব্যবহার করা,
গন্তব্য দেশে পৌঁছে সেদেশের এয়ারপোর্টের ইমিগ্রেশন পাড় হওয়া,
চেক-ইন এ দেওয়া মালামাল সংগ্রহ করা,
ইত্যাদি।
ভিটিওটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কুমিল্লা কোটবাড়ি অবস্থিত “কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র” থেকে সংগৃহীত।