ঢাকা (রাত ১০:১৬) শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বিয়ের অনুষ্ঠানে বরের ইমামতিতে আছরের সালাত আদায়

<script>” title=”<script>


<script>

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ

ইসলামে বিবাহ হল বিবাহযোগ্য নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক প্রনয়নের বৈধ আইনি চুক্তি ও তার স্বীকারোক্তি। দাম্পত্য জীবন মানবজীবনের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সূচনাপর্ব হলো বিবাহ। বিবাহ হলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ইবাদত ইজাব কবুল করার মাধ্যমে আকদ তথা বন্দনের নাম হলো বিবাহ।

এমনই এক বিয়ের অনুষ্ঠানে স্টেজে নামাজ আদায়ের দৃশ্য। শুধু এ দৃশ্যই নয়, বর নিজে জামাতের সাথে স্টেজে নামাজ আদায় করেন। আর এতে ইমামতিও করেন বিয়ের বর। এমনই একটি ঘটনা ঘটে সিলেটের সুবিদবাজার খাঁন কনভেন্স হলে।

সেখানে বিয়ের অনুষ্ঠানে স্টেজেই আসরের নামাজ আদায় করেন বর। শুধু নামাজই আদায় নয় নিজেও ইমামতি করেন।

আজ শনিবার ২৮ডিসেম্ভর ২০১৯ইং সিলেটের খাঁন কনভেনশন হলে এই বিয়ের অনুষ্ঠান ছিল। এমন দৃশ্য দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। বরের গ্রামের বাড়ি হলো মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী (সৈয়দ বাড়ি) গ্রামে ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ সৈয়দ আব্দুল জলিল সাহেবের ২য় ছেলে সৈয়দ সাইদুর রুহান।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT