২৭ টাকার আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে! ভোক্তা অধিদপ্তরের অভিযান
![](https://meghnanews.com.bd/wp-content/uploads/2023/09/IMG-20230924-WA0000.jpg)
হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা
রবিবার দুপুর ০২:৩৮, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
উপজেলার নতুন ফেরিঘাট এলাকায় ৪টি আলুর হিমাগার রয়েছে। যেখানে মৌসুমি কৃষিজাত পণ্য আলু সংরক্ষিত করা হয়।
সরকার নির্ধারিত আলুর বাজারমূল্য ছিল ২৭ টাকা। মজুদদার ও হিমাগার কর্তৃপক্ষের যোগসাজশে ৫০ টাকা মূল্যে আলু বিক্রি হচ্ছে। এমন খবরের ভিত্তিতে জেলা ভোক্তা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার নতুন ফেরিঘাট এলাকায় একযোগে সবগুলো আলু সংরক্ষিত হিমাগারে অভিযান পরিচালনা করেন।
এই অভিযানের বিষয়টি টের পেয়ে আলু মজুমদাররা গা ঢাকা দিয়ে সটকে পড়েন।
অভিযান পরিচালনার সময় ব্রাক নামের একটি হিমাগারের ব্যবস্থাপকের বিভিন্ন ত্রুটিবিচ্যুতি দেখতে পান ভোক্তা অধিদপ্তর। এই হিমাগারে আলু মজুদ আছে ৪৯ হাজার বস্তা। অভিযান পরিচালনা করার সময় ১২৮ বস্তা আলু বিক্রি করেন এক পাইকারি বিক্রেতার কাছে, অভিযান টের পেয়ে পাইকারি বিক্রেতাও লাপাত্তা হয়েছেন। এই হিমাগারের ব্যবস্থাপক শহিদুল ইসলামকে
দায়িত্ব অবহেলার কারণে কোনো জেল-জরিমানা না করে প্রাথমিক অবস্থায় শতর্ক করে দেন।
অভিযান পরিচালনা করেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।
এসময় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আশাদ আহমেদ
ও মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিনসহ পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।